কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টা পাড়া গ্রামে, ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রায় ৪০জন শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই ও খাতা বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি ২০২৩) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টা পাড়া জামে মসজিদে সহজ কুরআন শিক্ষা
কেন্দ্রে ইসলামি ফাউন্ডেশনের প্রকল্পের আওতায় ২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের চর গয়টা পাড়া কেন্দ্রের শিক্ষক মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক এসব বই খাতা তাদের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন চর গয়টা পাড়া জামে মসজিদের সভাপতি মোঃ বেলাল হোসেন,চর গয়টা পাড়া জামে মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য মোয়াজ্জেম মোঃ ইসলাম উদ্দিন, মোঃ রমজান আলী,মোঃ আশেক আলী, মোঃ জহির মিয়া প্রমুখ।
ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে শিশু ও গণশিক্ষা কারর্যক্রমের সহজ কোরআন শিক্ষা বই,খাতা বিনামূল্যে হাতে পেয়ে খুবি আনন্দিত হয়েছে ছাত্র ছাত্রী গণ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিকি শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক এবং চর গয়টা পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক।