পৃথিবীর কেন্দ্রস্থলে তাপমাত্রা ধরা হয় ৫৫০০ ডিগ্রি সেলসিয়াস।
•১৯৭৮ সালে জাপানের সনি প্রথম ওয়াকম্যান বাজারে ছাড়ে।
•প্রতি ঘন্টায় বিশ্বজগৎ চারদিকে শত কোটি মাইল বিস্তৃত হচ্ছে।
•যদি আলোর গতিতে ও যাত্রা শুরু করা হয় তাহলে নিকটস্থ ছায়াপথ অ্যানড্রোমিডা তে যেতে ২০ লক্ষ বছর লাগবে।
•মিশরের আসোয়ান সবচেয়ে শুষ্ক এবং সেখানে বছরে মাত্র.০২ এসিড বৃষ্টি হয়।
•৪৮০০ বছর আগে মিশরীয়রা ৩৬৫ দিনের বছর সম্পর্কে জানতো।
•মরুভূমির পৃথিবীর প্রায় এক সপ্তমাংশ জুড়ে আছে।
•মরুভূমির তাপমাত্রা প্রায় ৭৭ডিগ্রী সেন্টিগ্রেডে উঠতে পারে।
•প্রথম এলার্ম ঘড়ি আবিষ্কার হয় ৩৫০০ বছর আগে এক মিশরীয়র দাঁড়া।
•পৃথিবীর সেপ্টেম্বর মাসে মার্চ অপেক্ষা বেশি করে ঘোরে।
•বরফ এলাকার বালকেরা এক বাসায় প্রায় ৮৬ টির মত পেঙ্গুইন খেয়ে ফেলতে পারে।
অদ্ভুত আমাদের পৃথিবীর অদ্ভুত সব কাজ কারবার। আশা করি অনেক অজানা বিষয় জানতে পারলেন আবার নতুন কোন অজানা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।