
মানিকগঞ্জে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী নন্দীনি রানী সরকারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তার নির্দেশে শুক্রবার বিকেলে তার (তারেক রহমান) প্রতিনিধি হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির তৌহিদুর রহমান আউয়াল নন্দীনিদের বাড়িতে যান। এ সময় তারা মেডিক্যালে পড়াশোনার বই ও নগদ অর্থ সহায়তা করেন।
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড গ্রামের ইজিবাইকচালক অনিল চন্দ্র সরকারের মেয়ে নন্দীনি এবার মেডিক্যাল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। তালিকা অনুযায়ী, নন্দীনি ঢাকা মেডিক্যাল কলেজে সুযোগ পেয়েছেন। মেয়ের এমন সাফল্যে পরিবারের সবাই খুশি হলেও মেডিক্যালে ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নিতে দুশ্চিন্তায় ছিলেন নন্দীনি ও তার পরিবার।
এ নিয়ে গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) একটি পত্রিকার অনলাইনে ‘মেয়ের মেডিক্যালে পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র পরিবারটি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রতিবেদনটি তারেক রহমানের দৃষ্টগোচর হয়। পরে তিনি নন্দীনির পাশে দাঁড়ান।
শুক্রবার ৩১ শে জানুয়ারি বিকেল ৫টার দিকে তারেক রহমানের নির্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল গিলন্ড গ্রামে নন্দীনির বাড়িতে যান। তারা নন্দীনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর মেডিক্যালের প্রথম বর্ষের বই এবং ভর্তির অর্থ নন্দীনির হাতে তুলে দেন।
এ সময় জেলা ড্যাবের সভাপতি ডা: বদরুল আলম চৌধুর, সাধারণ সম্পাদক ডা: জিয়াউর রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সাইফুল আলম বাদশা, ছাত্রনেতা মমি আনসারি, আব্দুল্লাহ এ আর রহমান, মহিউদ্দিন মাহি ও অপু খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো: জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।