
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার ২৯ শে জানুয়ারি দৌলতপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে সকালে জাতীয় জাতীয় সংগীত, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, ক্রীড়া শপথ গ্রহণ, শান্তির প্রতীক পায়রা উড়ানো ও মশাল জ্বালিয়ে দিনের শুভ সূচনা ও খেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম।
ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুর রহমান তালুকদার, থানা অফিসার ইনচার্জ ওসি তৌফিক আজম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নূরুল ইসলাম কুন্ডু ।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, দুদকের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছালেহা বেগম, আব্দুস সালাম, মোঃ শাহ আলম প্রমুখ।
খেলা সার্বিক ব্যবস্থাপনায় সহকারী প্রধান শিক্ষক শাহীনা আক্তার, ফলাফল সংরক্ষণে সহকারী শিক্ষক ( কম্পিউটার ) মুক্তার হোসেন ,অফিস সহকারী আলেয়া বজলু, কম্পিউটার ল্যাব অপারেটর মনোয়ার হোসেন, মাঠ সজ্জা সিনিয়র শিক্ষক ( শারীরিক শিক্ষা)শিক্ষা শামসুন্নাহার প্রমুখ।