
"ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল" এই শ্লোগানকে মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের শ্যামপুর ৪৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠে সারাদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মঈনুদ্দিনের বোন মিসেস মমতা বেগম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ।বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম,দাতা সদস্য আব্দুর রাজ্জাক মোল্লা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস ছাত্তার শিকদার, প্রাক্তন সদস্য ফজলুল হক প্রমুখ।