
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ৫৩ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
৫ ফেব্রুয়ারি বুধবার দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও প্রতিটি প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন, ক্রীড়া শপথ পাঠ, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, উদ্বোধনী ভাষণ, শান্তির পায়রা উড়িয়ে দিনের শুভ সূচনা শেষে কোচকাওয়াচ প্রদর্শন শেষে ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি থানা অফিসার ইনচার্জ জে ও এম তৌফিক আজম।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, চকমিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী,উলাইল মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক,কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজেম আলী,কাকনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, চরমাস্তুল মুন্সী বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সহ সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক , সহকারী প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক বৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতায় ২০ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে ।