
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী তালুক নগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার ১২ ফেব্রুয়ারি তালুক নগর স্কুলের আয়োজনে তালুক নগর ডিগ্রী কলেজ মাঠে সকালে জাতীয় জাতীয় সংগীত, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, ক্রীড়া শপথ গ্রহণ, শান্তির প্রতীক পায়রা উড়ানো ও মশাল জ্বালিয়ে দিনের শুভ সূচনা ও খেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম।
ক্রীড়া প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ শওকত আলী খান ।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুর রহমান তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মফিজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম,তালুক নগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আমিনুর রহমান মানিক ও আব্দুল কুদ্দুস,তালুক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন, তালুক নগর বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারজিস আলম, বিএনপি নেতা আব্দুস ছামাদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ ফরহাদ আলী মোঃ আফজাল হোসেন ও মোঃ উজ্জল হোসেন।
খেলা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃলোকমান হোসেন, শিক্ষক মোঃ আমির খসরু, শিক্ষক মোহাম্মদ রাব্বি ইসলাম, শিক্ষক মোঃ আব্দুল বাতেন , শিক্ষক মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও শিক্ষক মোঃ লোকমান হোসেন প্রমুখ।