করোনায় অনেক মানুষের বিয়ে আটকে আছে। অনেকেই তৃতীয় ঢেউ আসার আগে বিয়ে করে ফেলেছেন। এর মধ্যে যেমন আছে সাধারণ মানুষ, তেমনই আছেন ক্যাটরিনা কাইফ ভিকি কৌশলের মত অভিনেতারাও। আর বিয়ে মানে এখন আবার নতুন বিষয় হলো ভাইরাল ভিডিও।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ হি এইট্রিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের ভিডিও ভাইরাল মানে তাতে নতুন কিছু আছে।এই যেমন কিছুদিন আগে ভাইরাল হয়েছে এক দম্পতি। তারা বদলে ফেলেছিলেন বিয়ের ভাত-কাপড়ের অনুষ্ঠানের নিয়ম। আবার কেউ মহিলা পুরোহিতের সাহায্যে বিয়ে সেরে পরিচয় দিয়েছেন নতুনত্বের।
সমাজে অনেক বদলেছে তা এই ভাইরাল ভিডিও দেখলে বোঝা যায়। ছাড়াও বহু ভিডিও ভাইরাল হয়েছে নানা সময়। এই যেমন মালা পরাতে গিয়ে উল্টে পড়েছেন বর। কিংবা কনে নিজে গাড়ি চালিয়ে গেছেন বর আনতে। কিংবা জিন্সের সঙ্গে শাড়ি পরে বিয়ের আসরে এসে ভাইরাল হয়েছেন কনে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভিডিওটি অক্টোবর মাসের। সেই সময় ভিডিওটি বানিয়েছে সেই নববধূ। ভিডিওটিতে দেখা যাচ্ছে মাথাভর্তি সিঁদুর। বেনারসিতে সেজে রয়েছেন কনে। এ পর্যন্ত সব ঠিক ছিলো। কিন্তু এরপরে মজার কাণ্ড ঘটালেন ওই নববধূ। ফুলশয্যার খাটে শুয়ে বউয়ের সাজে টিকটক ভিডিও বানিয়ে ফেললেন তিনি মাথায় সিঁদুর লেপ্টে, গাভতি গহনা। তিনি গানের সঙ্গে ভিডিও করছেন।
ভিডিওতে শোনা যাচ্ছে, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। এই গানের টিকটক ভিডিও বানালেন ওই নববধূ। ভিডিওটি দুই মাস আগের হলেও সাম্প্রতি আপলোড করার পর কয়েক ঘন্টা মধ্যে ভাইরাল হয়ে যায় সোশল মেডিয়া।