Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/banglam2/abcnews.com.bd/common/config.php on line 162

Warning: session_start(): Session cannot be started after headers have already been sent in /home/banglam2/abcnews.com.bd/details.php on line 108
উন্মুক্ত ক্লিভেজ সোনালি পোশাকে হট লুকে র‍্যাম্পে হাঁটলেন সোনাক্ষী

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

ABC News

উন্মুক্ত ক্লিভেজ সোনালি পোশাকে হট লুকে র‍্যাম্পে হাঁটলেন সোনাক্ষী

অনলাইন ডেস্ক   

প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৯ জানুয়ারি ২২

উন্মুক্ত ক্লিভেজ সোনালি পোশাকে হট লুকে র‍্যাম্পে হাঁটলেন সোনাক্ষী

অভিনেত্রী সোনাক্ষী সিনহা  নিজের টমবয় লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন।  সম্প্রতি তাঁর র‍্যাম্পওয়াকের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে সোনাক্ষীর পরনে রয়েছে সোনালি রঙের ডিপ নেক পেনসিল গাউন, কানে শ‍্যান্ডেলিয়ার ইয়ারিং ও হাতে ব্রেসলেট। তার সঙ্গে নিজের শর্ট হেয়ারস্টাইলকে সেট করে সোনাক্ষীকে অনন্য লাগছে। প্রকৃতপক্ষে ভিডিওটি ২০১৯ সালের স্ট্রিকস প্রফেশনাল-এর একটি ফ্যাশন শোয়ের।  এই ফ‍্যাশন শোয়ের শোস্টপার ছিলেন সোনাক্ষী।


আরো পড়ুন :  তুখোড় বেলি-ডান্স নেচে কাঁত করলেন নেটিজেনদের, নেটদুনিয়া কাঁপাচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী
১৯৮৭ সালের ২ রা জুন পটনায় জন্ম হয়েছিল অভিনেতা শত্রুঘ্ন সিনহা - এর মেয়ে সোনাক্ষীর। শত্রুঘ্ন কোনোদিন ছেলে ও মেয়ের মধ্যে পার্থক্য করেননি। তাই সোনাক্ষী সম্পূর্ণ স্বাধীনভাবে বেড়ে উঠেছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে সহকারী পরিচালক হিসেবে পা রাখেন সোনাক্ষী। পরিচালক  সঞ্জয় লীলা ভনশালী -এর সহকারী হিসেবে কাজ শুরু করেন সোনাক্ষী। সেই সময় তাঁর ওজন ছিল আশি কেজির উপরে।

রাণু মণ্ডলের সঙ্গে সাক্ষাৎকার, হাউ হাউ করে কেঁদে ভাসালেন হিমেশ, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও
সোনাক্ষী সহকারী পরিচালক হিসেবে কাজ করলেও মনে মনে তাঁর ইচ্ছা ছিল অভিনেত্রী হওয়ার।  কিন্তু ওজন কমানো ছিল তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। তবে অধ‍্যবসায়ের মাধ্যমে সোনাক্ষী প্রমাণ করেছিলেন, ইচ্ছে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। সোনাক্ষী নিজের ওজন কমিয়ে ধীরে ধীরে নিজেকে গ্রুম করা শুরু করেন। সলমন খান অভিনীত ‘দাবাং’ ফিল্মে কাস্ট করা হয় সোনাক্ষীকে। কিন্তু সলমনের বিপরীতে সোনাক্ষীর ‘হটকে’ লুক কতটা মানানসই হবে, তা নিয়ে সন্দেহ ছিলো বলিউড ইন্ডাস্ট্রির প্রযোজকদের একাংশের। কিন্তু প্রথম ফিল্মে সোনাক্ষী ‘দাবাং’ অভিনয় করে সবাইকে ‘খামোশ’ করে দিয়েছিলেন। এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এই মুহূর্তে বলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে সোনাক্ষী অন্যতম।