Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/banglam2/abcnews.com.bd/common/config.php on line 162

Warning: session_start(): Session cannot be started after headers have already been sent in /home/banglam2/abcnews.com.bd/details.php on line 108
দৌলতপুরে ওসির ব্যবহৃত গাড়িতে পুলিশ কনস্টেবলের বিদায়

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

ABC News

দৌলতপুরে ওসির ব্যবহৃত গাড়িতে পুলিশ কনস্টেবলের বিদায়

মোঃ শাহ আলম, বিশেষ প্রতিনিধি:

প্রকাশিত: ০৭:২৫ পিএম, ০১ জানুয়ারি ২৪

দৌলতপুরে ওসির ব্যবহৃত গাড়িতে পুলিশ কনস্টেবলের বিদায়

মানিকগঞ্জের দৌলতপুরে এই প্রথম ওসির ব্যবহৃত গাড়িতে করে একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ৩২ বছর চাকুরী জীবন শেষ করার পর তাকে পুলিশের শ্রেষ্ঠ সম্মান জানিয়ে  উৎসবমুখর পরিবেশে কনস্টেবল আবুল বাশারকে  বিদায় জানান পুলিশ সদস্যরা ।

পরে পুলিশ সদস্যকে  আজ সোমবার ১লা জানুয়ারি ২০২৪ বিকালে দৌলতপুর থানা পুলিশের আয়োজনে উৎসবমুখর পরিবেশে থানা থেকে তাকে ওসির ব্যবহৃত গাড়ি ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে ও পুলিশের মোটরসাইকেলের  মহড়া দিয়ে দৌলতপুর তার নিজ বাড়িতে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

গত ৩১ শে ডিসেম্বর ২০২৩ ছিল তার শেষ কর্ম দিবস। সেই দিবসে দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে রবিবার রাতে বিশাল একটি আয়োজনের মধ্য দিয়ে  আনুষ্ঠানিকভাবে  বিদায় জানানো হয়েছে।

বিদায় অনুষ্ঠানে সদ্য যোগদানকৃত থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্যর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় ঘিওর  সার্কেল মারুফা নাজনীন, সদ্য বিদায়ী ও বর্তমান সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম মোল্ল্যা, ওসি তদন্ত রনজিত কুমার সাহা, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু,থানা সেকেন্ড অফিসার এস আই রিপন,এস আই মনোরঞ্জন সাহা প্রমুখ।

বিদায়ের সময় বিদায়ী কনস্টেবল আবুল বাশার বলেন ৩২বছর চাকরি করে দেশের বিভিন্ন স্থানে চাকরি করেছি কিন্তু এই রকম সম্মান আমি কোন দিন পাইনি।আমার খুব ভালো লাগছে। আমি ধন্য পুলিশে চাকরি করে। আমার এ সম্মান সারা জীবন মনে থাকবে। তিনি আরো বলেন ওসি সুমন কুমার আদিত্য স্যার  এবং আমার সহকর্মীরা যে সম্মান দিলেন সারা জীবন ইতিহাস হয়ে থাকবে।ওসি স্যার খুব ভালো মানুষ তার জন্য দোয়া করি । তিনি যেন আরো এগিয়ে যেতে পারে। 

এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্য বলেন- আমি যতগুলো ইস্টেশনে চাকুরী করেছি  আমার ফোর্সদের বেশি ভালো বেসেছি । তাই এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমার একজন পুলিশ সদস্য কষ্ট করে তার চাকরি জীবন শেষ করেছেন এতটুকু সম্মান অবশ্যই দেওয়া দরকার। তিনি আরো বলেন আমি যে গাড়িতে উঠে যে সিটে বসি তাকে সেই সিটে করে বসিয়ে আমার পুলিশ সদস্যরা তাকে তার বাড়িতে সদস্যদের কাছে পৌঁছে দিয়ে আসা হয়েছে। দোয়া করি সে বাকীটা জীবনটা সুখে থাক এই প্রত্যাশা করি সৃষ্টিকর্তার কাছে ।